বরিশালে বাসচাপায় মিল শ্রমিক নিহত

0

২৪বরিশাল সংবাদ★★ঢাকা-বরিশাল মহাসড়কে আজ বুধবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী তাঁরা মায়ের (কালী) মন্দিরের কাছে বাসচাপায় মিলশ্রমিক নাঈম ফকির (২৫) নিহত ও এক ভ্যানচালক আহত হয়েছেন।আশঙ্কাজনক অবস্থায় ভ্যানচালক জাচ্চু মিয়া হাওলাদারকে (৩৫) বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহত নাঈম ফকির পিরোজপুরের নাজিরপুর উপজেলার ঘোষকাঠি গ্রামের বাবুল ফকিরের ছেলে।গৌরনদী হাইওয়ে থানার ওসি শাহাদাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার ভুরঘাটা থেকে ছেড়ে আসা বরিশালগামী যাত্রীবাহী লোকাল বাস (বরিশাল-জ-০৫-০০২৭) আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে বার্থী তাঁরা মায়ের মন্দির এলাকা অতিক্রমকালে পথচারী বার্থী এলাহী অটো রাইস মিলের শ্রমিক নাঈম ফকিরকে চাপা দেয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গোশত বোঝাই একটি ভ্যানকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে ঘটনাস্থলে পথচারী নাঈম ফকির নিহত ও ভ্যানচালক গুরুতর আহত হন।আশঙ্কাজনক অবস্থায় ভ্যানচালককে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার্ড করেন।হাইওয়ে থানা পুলিশ ঘাতক বাসটিকে কটকস্থল এলাকা থেকে আটক করেছে।আহত ভ্যানচালক কালকিনি উপজেলার পুয়ালী নবগ্রাম এলাকার আব্দুল হাকিম হাওলাদারের ছেলে।

Share.

Leave A Reply