চরমোনাই মাহফিলে আসা ৬ মুসল্লির লাশ উদ্ধার

0
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে কীর্তনখোলা নদীতে ট্রলার ডুবির দু’দিন পর শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৬জন মুসল্লির লাশ উদ্ধার করেছে সদর নৌ-থানা পুলিশ। চরমোনাই লঞ্চঘাট সংলগ্ন কীর্তনখোলা নদীতে মরদেহগুলো ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। উদ্ধারকৃত মৃতদেহের পরিচয় হল- গাজীপুর জেলার ভবানীপুরের জাকির হোসেন দিলদার (৩০), গাজীপুর পৌরসভার আমানউল্লাহ দেওয়ানের ছেলে শাহ্ আলী (২৮), গাজীপুর সদরের আ. মালেকের ছেলে ইফতেখার (৯), মুন্সিগঞ্জের টংগিবাড়ির উপজেলার পাচনখোলা এলাকার বাদশা ঢালী (৬৫), ময়মনসিংহের মকবুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (২৮) ও লক্ষ্মীপুরের হেদায়েত হোসেনের ছেলে আ. কুদ্দুস (২৪)।এ বিষয়ে বরিশাল নৌ বন্দর পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেল্লাল হোসেন জানান, গত ৭ মার্চ মাহফিলের উদ্দেশে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া এলাকা থেকে যাত্রী নিয়ে একটি ট্রলার চরমোনাইর উদ্দেশে ছেড়ে যায়। চরমোনাই ঘাটে ভিড়ানোর পূর্বে কীর্তনখোলা-১০ লঞ্চের পেছনে নোঙ্গর করে আরও যাত্রী তোলার সময় ট্রলারটি কাঁত হয়ে যায়। এ সময় পেছনে থাকা আরেকটি ট্রলার দুর্ঘটনাকবলিত ট্রলারটিকে ধাক্কা দিলে তা ডুবে যায়। এতে কয়েকজন নিখোঁজ ছিলেন। এরপর বরিশাল ফায়ার সার্ভিস ঘটনাস্থলে বড় বড় লঞ্চ সরিয়ে উদ্ধার অভিযান চালানো হলেও কাউকে উদ্ধার করতে পারেনি।
Share.

Leave A Reply