মোঃ রিয়াজ উদ্দিন★★ শীতের পরের গরম আবহাওয়া মশার প্রজননের উত্তম সময় আর বরিশাল নগরীতে ময়লা জলাশয়, নালা নর্দমাগুলোতে জমে থাকা পানিতে মশার প্রজনন বেড়ে চলেছে। বরিশালে মশার প্রকোপ যে কী পরিমাণে বেড়েছে তা বর্ণনাতীত। আর মশার উৎপাতের সাথে বেড়ে চলেছে মশাবাহিত রোগ। চিকিৎসকেরা মনে করেন মশার উপদ্রব যদি ঠিক সময়ে সমাধান না করা হয় তাহলে গত বছরের মত আবারও মশাবাহিত রোগের মহামারী দেখা দিতে পারে।
বরিশাল জুড়ে মশার আতঙ্ক, বিপাকে জনসাধারণ
0
Share.