দুই দিন পরে বিদ্যুৎ সরবরাহ চালু

0

রহিম রেজা:

পিরোজপুরের ভান্ডারিয়া বিদ্যুৎ গ্রীডের সার্কিট পুড়ে যাওয়ায় ঝালকাঠির দুই উপজেলায় পল্লী বিদ্যুতের আওতার সকল গ্রাহকের দুইদিন পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। মঙ্গলবার সকালে বৈরি আবহাওয়ার কারণে সাবস্টেশনের সার্কিট পুড়ে যায়। দুইদিন বন্ধ থাকার পরে বুধবার বিকেলে পুনরায় বিদ্যুৎ সরবরাহ চালু হয়। জানা যায়, বিদ্যুৎ না থাকায় রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলার বিদ্যুৎ গ্রহকরা পড়েন বিপাকে। এতে দৈনন্দিন কাজে বিঘ্নঘটে। বিদ্যুৎ নির্ভর ব্যবসায়ীরা বেকার হয়ে পড়েন। বিদ্যুৎ না থাকলে গ্রামীন ফোনের নেটওয়ার্ক বন্ধ হয়ে যায় এবং মোবাইল ফোনে চার্জ না থাকায় যোগাযোগ বন্ধ হয়ে যায় স্বজনদের সঙ্গে। বাসা-বাড়ির ফ্রিজে রাখা মাছ মাংসও নষ্ট হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। বিদ্যৎ না থাকার কারনে দুই উপজেলার মিল কারখানা বন্ধ হয়ে যায়। চলমান এসএসসি পরীক্ষার্থী ও স্কুল কলেজের শিক্ষার্থীদেরও লেখাপড়ায় চরম বিঘ্নঘটে । এ ব্যাপারে রজাপুর বিদ্যুতের সাবজোনাল অফিসের এজিএম রাজন কুমার দাস বলেন, ট্রান্সফরমারের ভেতরের সার্কিট পুড়ে যাওয়ায় এ ভোগান্তি হয়েছে। এখানে পল্লী বিদ্যুৎ সমিতির কোন হাত ছিল না। অনেক চেষ্টা করে বুধবার বিকেলে বিদ্যুৎ সংযোগ চালু করা হয়েছে।

Share.

Leave A Reply