পোনাবালিয়ায় ঐতিহ্যবাহী শিব চতুর্দশীর মেলা শুরু

0

 

নিজস্ব প্রতিবেদক :

সনাতন ধর্মাবলম্বীদের ৩য় আন্তর্জাতিক পীঠস্থান খ্যাত ঝালকাঠি সদর উপজেলার পোনাবালীয়ার ঐতিহ্যবাহী শিব বাড়ীতে শিব চতুর্দশী উপলক্ষে মেলা শুরু হয়েছে সোমবার বিকেলে থেকে। মেলা ছাড়াও শিব চতুর্দশী উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান মেলার আয়োজন করা হবে। এসব অনুষ্ঠানের মধ্যে রয়েছে পূর্জার্চনা, মানত পুরণ, শিশুদের মস্তক মুন্ডন, শীব দর্শন, পূন্যস্নান সহ বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান। এ উপলক্ষে তিন দিন ব্যাপী গ্রামীন ঐত্যিহ্যের মেলা বসবে। ইতমধ্যে মেলা প্রাঙ্গন দোকান পাট ওঠা শুরু করেছে। এছাড়াও অন্যান্য প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে বলে আয়োজক সুত্রে জানাগেছে। ৩শ’ বছরেরও বেশী কাল ধরে প্রতিবছর এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। আগে একমাস ব্যাপী মেলা বসত। শিব চতুর্দশী উপলক্ষে দেশ বিদেশের হাজার হাজার হিন্দু পূন্যার্থী শিব দর্শন করতে আসার কারণেই এ মেলার উৎপত্তি বলে ধারণা করা হয়। বুধবার দিবাগত রাতে ত্রাম্বকেশ্বর ভৈরবের পূঁজানুষ্ঠানের মধ্যদিয়ে শিব চতুর্দশীর আনুষ্ঠানিকতা শেষ হবে। ঐতিহ্যবাহী শিব বাড়ী মন্দির পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ডাক্তার অসীম কুমার সাহা বলেন,‘ ঐতিহ্যবাহী এ মেলার সকল প্রস্তুতি ইতমধ্যে সম্পন্ন করা হয়েছে। মেলায় দেশ-বিদেশের প্রায় ১০ থেকে ১২ হাজার পূর্নার্থী অংশ নিবে বলে আশা করা হচ্ছে।

Share.

Leave A Reply