রাজাপুর উপজেলা ভাইসচেয়ারম্যানের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ

0

নিজস্ব প্রতিবেদক :

ঝালকাঠির রাজাপুর উপজেলার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খানের বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপন করায় নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার বরাবরে গত ১০ এপ্রিল এ অভিযোগ দায়ের করেন সদ্য সমাপ্ত রাজাপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইসচেয়ারম্যান পদে তৃতীয় স্থান অধিকারী উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. আহসান হাবিব রুবেল। ভাইস চেয়ারম্যান নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে রুবেল আদালতে মামলা করবেন বলে জানিয়েছেন। অভিযোগে প্রকাশ জিয়া হায়দার খান হলফনামায় নিজেকে স্বশিক্ষিত দাবী করলেও আসলে তিনি এসএসসি পাস। তার এসএসসির সনদপত্রে পিতার নাম সেলিম হোসেন খান হলেও তিনি হলফনামায় পিতার নাম লিখেছেন তোয়াজ্ঝেল আলী খান। এ ধরণের মিথ্যা তথ্য দেয়া উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৩ অনুযায়ী একটি ফৌজদারী অপরাধ। এ ছাড়া জিয়া হায়দার খান লিটনের ঢাকায় একাধিক ট্রান্সপোর্ট কোম্পানী এবং ট্রাক থাকলেও হলফনামায় তিনি তা গোপন করেছেন। অভিযোগে আরও দাবী করা হয় জিয়া হায়দার খান ঢাকার বড় ব্যবসায়ী বিভিন্ন ব্যাংকে তার একাধিক এফডিআর এবং সঞ্চয়পত্র আছে। কিন্তু হলফ নামায় তিনি তা গোপন করেছেন। আহসান হাবিব রুবেলের অভিযোগ গত ২৪ viagrageneriquefr24.com মার্চ অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে কারচুপির মাধ্যমে জিয়া হায়দার খান আমার বিজয় ছিনিয়ে নিয়েছেন যা পুনভোট গণণা করলে ধরা পড়বে। তাই এ বিষয়ে আমি আদালতের সরনাপন্ন হব। অভিযোগের বিষয়ে জিয়া হায়দারখান লিটন বলেন, আমার বাবার ডাক নাম সেলিম হোসেন এবং ভোটার আইডি ও দলিলপত্রে তোয়াজ্জেল আলী খান। এসএসসি পরীক্ষার সময় ভুলবশত বাবার ডাক নাম লেখা হয়েছে। সে কারনেই আমি হলফনামায় নিজেকে স্বশিক্ষিত লিখেছি।

Share.

Leave A Reply