মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে জানতে মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার নিল শিক্ষার্থীরা

0

নিজস্ব প্রতিবেদক: ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার ভিত্তিক তথ্য সংগ্রহ করছে ঝালকাঠির পোনাবালিয়া ইউনিয়নের কে এ খান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বাংলাদেশের সঠিক ইতিহাস শিক্ষার্থীদের জানার জন্য সরকারী উদ্যোগের অংশ হিসেবে শিক্ষার্থীরা এলাকার মুক্তিযোদ্ধাদের সাক্ষাতকার গ্রহণ করে। রোববার  সকালে মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী হাওলাদারের বাড়িতে গিয়ে তাঁর সাক্ষাতকার নেয় কে এ খান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধকে নিয়ে বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা প্রশ্ন করে। এসব প্রশ্নের মাধ্যমে মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী হাওলাদারের কাছ থেকে গুরুত্বপূর্ণ অনেক তথ্য জানতে সক্ষম হয়। শিক্ষার্থীদের এই সাক্ষাৎকারের সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মতিন হোসেন মাহাতাব, আব্দুস ছালাম হাওলাদার, জাফর আলী, কে এ খান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বারেক হাওলাদার, সহকারি শিক্ষক মো. মজিবুর রহমান, করুনা রানী কর, মো. শহীদুল ইসলাম কাজী। অনুষ্ঠানের শুরুতে শিক্ষক-শিক্ষার্থীরা মুক্তিযোদের ফুলেল শুভেচ্ছা জানায়। সুত্র: দৈনিক শিক্ষা

Share.

Leave A Reply