প্রকাশক সিকদার আবুল বাশারের ইন্তেকাল

0

দিবস তালুকদার : ঝালকাঠির কৃতি সন্তান, বাংলাদেশ পুস্তক ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি, বিখ্যাত প্রকাশনা প্রতিষ্ঠান ‘গতিধারা’র প্রকাশক, খ্যাতিমান লেখক, বইশিল্পী সিকদার আবুল বাশার (৫৫) আর নেই। সোমবার দুপুরে বুকে ব্যাথা অনুভব হলে তাকে রাজধানীর সদরঘাট ন্যশনাল হাসতাপালে নেয়া হলে ১:৪৫ মিনিটের দিকে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন)। বাদ মাগরীব ঢাকা বাংলাবাজার জামে মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সকালে নিজ বাড়ী ঝালকাঠির তারুলী স্কুল মাঠে মরহুমের ২য় জানাজা শেষে তারুলী শিকদার বাড়ীর পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সুত্র জানায়। খ্যাতিমান এই লেখকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঝালকাঠি ২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু, । মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনরা জানিয়ে বিবৃতি দিয়েছে ঝালকাঠি প্রেসক্লাব নেতৃবৃন্দ, লেখক সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

Share.

Leave A Reply