নলছিটিতে এক বিঘা জমির ধান ত্রাণ তহবিলে দিলেন পৌর কাউন্সিলর

0

নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠির নলছিটি উপজেলার এক পৌর কাউন্সিলর তার এক বিঘা জমির বোরো ধান ত্রাণ তহবিলে দিয়েছেন। রোববার (১০ মে) দুপুরে পৌর কাউন্সিলর জামাল উদ্দিন খান স্বেচ্ছাসেবকদের নিয়ে উপজেলার গৌরিপাশা গ্রামে তার জমির ধান কেটে উপজেলা কৃষি অফিসে দিয়ে আসেন। উপসহকারী কৃষি কর্মকর্তারা ধান কাটায় অংশ নেন। তখন উপজেলা কৃষি কর্মকর্তা ইসরাত জাহান মিলি সেখানে উপস্থিত ছিলেন। পরে তারা ধানের আঁটি উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে পৌঁছে দেন। কৃষি কর্মকর্তা ইসরাত জাহান মিলি জানান, এই এক বিঘা জমির ধান দিয়ে বীজ তৈরি করে কৃষকের মাঝে বিনামূল্যে বিতরণ করা হবে। জামাল উদ্দিন খানের দৃষ্টান্তের প্রশংসা করে তিনি সমাজের বিত্তবানদের দেশের করোনা সংকটে অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান। পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জামাল উদ্দিন খান বলেন, এ বছর তার তিন বিঘা জমিতে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। এর মধ্যে তিনি এক বিঘার ধান কৃষি বিভাগের ত্রাণ তহবিলে দিয়েছেন।

Share.

Leave A Reply