ঝালকাঠিতে আশ্রয় কেন্দ্রে উঠেছে ১৮’শ মানুষ

0

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠিতে ঘূর্ণিঝড় ‘আম্ফান’ এর হাত থেকে বাঁচতে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে মঙ্গলবার তার সাড়ে ১১ টা পর্যন্ত মোট ১৮৪৩ জন আশ্রয় নিয়েছে । জেলা প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে এ সকল আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে শুরু করেছে নদী তীরবর্তী বাসিন্দারা। প্রতিটি আশ্রয় কেন্দ্রে সামাজিক দুরত্ব বজায় রেখে সকলে অবস্থান করতে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। এছাড়াও আশ্রয় কেন্দ্রে শুকনো খাবার ও ওষুধ সরবারহ করা হয়েছে। জেলার ২৭৪টি সাইক্লোন শেল্টার খোলা হয়েছে। ঘূর্ণিঝড় ‘আম্ফান’ এর প্রভাবে ঝালকাঠিতে  বৃষ্টি হচ্ছে ও নদীতে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পেয়েছে। ঘূর্ণিঝড় মোকাবেলায় জেলা প্রশাসনও ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে। গঠন করা হয়েছে প্রতিটি ইউনিয়নে একটি করে মেডিকেল টিম।

Share.

Leave A Reply