ঝালকাঠিতে বীজ উৎপাদন ব্লক প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত

0

নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠি সদর উপজেলা বাসন্ডা ইউনিয়নে আগলপাশা গ্রামের আদর্শ কৃষক সাইদুল বাকলাইয়ের বসতবাড়ির উঠানে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। কৃষক পর্যায়ে উন্নত মানের ডাল, তেল ও মসলা জাতীয় বীজ উৎপাদন ও সংরক্ষণ এবং বিতরণ প্রকল্পের আওতায় রবি ২০১৯-২০ অর্থ বছরের সূর্যমূখী ফসলে বীজ উৎপাদন ব্লক প্রদর্শনীর মাঠ দিবস ও রিভিউ ডিসকাশনের আয়োজন করা হয়েছে। সোমবার বেলা ১২টায় মাঠ দিবস অনুষ্ঠানে এই এলাকার ইউপি সদস্য ইসমাইল তালুকদারে সভাপতিত্বে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ফজলুল হক প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক খায়রুল ইসলাম মল্লিক ও উপজেলা কৃষি কর্মকর্তা রিফাত সিকদার। অন্যদের মধ্যে উপ-সহকারী কৃষি অফিসার মোঃ ফাইজুল ইসলাম হাওলাদার ও সূর্যমূখী চাষ করা কৃষক সাইদুল বাকলাই বক্তব্য রাখেন। মাঠ দিবসে এলাকার শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন। স্থানীয় কৃষকদেরকে উদ্বুদ্ধ করা এবং কৃষক পর্যায় উন্নত মানে বীজ সাশ্রয়ী মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার জন্য এই মাঠ দিবস।

Share.

Leave A Reply