নিজস্ব প্রতিবেদক : নিঁখোজের চার দিন পরে ঝালকাঠির কাঠালিয়ার তালগাছিয়া খাল থেকে আলমতাজ বেগম (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে কাঠালিয়ার তালগাছিয়া খালেরর সেন্টারের হাট নামক স্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। আলতাজ কাঠালিয়া উপজেলার জয়খালী গ্রামের কালাম হাওলাদারের স্ত্রী। পুলিশ ও পারিপারিক সূত্রে জানাযায় আলমতাজ একজন মানুষীক রোগী। গত শুক্রবার সকালে সে বাড়ী থেকে নিখোঁজ হয়। কাঠালিয়া থানার ওসি পুলক চন্দ্র বলেন,‘ নিহত আলমতাজ বেগমের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠান হয়েছে।
কাঠালিয়ায় খাল থেকে নারীর মরদেহ উদ্ধার
0
Share.