ঝালকাঠিতে কর্মহীন তিন’শ দিনমজুরকে প্রধানমন্ত্রীর খাদ্যসহায়তা

0

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠিতে করোনা মহামারীতে লকডাউনে কর্মহীন হওয়া তিন শতাধিক শ্রমিক ও দিনজমুজরদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন।
সোমবার সকালে ঝালকাঠি মুক্তমঞ্চে সামজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে জেলা শহরের বাসশ্রমিক, নরসুন্দর, মুচি ও রিকশাচালকদের এসব খাদ্যসামগ্রী দেয়া হয়। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি ডাল ও ৫০০ গ্রাম তেল।
বরিশাল বিভাগীয় কমিশনার মো: সাইফুল হাসান বাদল প্রধান অতিথি উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন। জেলা প্রশাসক মো: জোহর আলীর সভাপতিত্বে খাদ্যমাসগ্রী বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধরণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান ও এনডিসি আহমেদ হাছান।। শ্রমিক ও দিনমজুররা খাদ্যসামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

Share.

Leave A Reply