নিজস্ব প্রতিবেদক : ‘মানবতার টানে ভয় নেই কল্যানে’ এই স্লোগানে ঝালকাঠি শহরের বিকনা সমাজ কল্যান সংঘের উদ্যেগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র ঈদ উল ফিতরের দ্বিতীয় দিন শনিবার বিকালে বিকনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান আতিথি ছিলেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ৬নং বসন্ডা ইউনিয়নের চেয়ারম্যন বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন মল্লিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা যুবলীগের আহবায়ক ও ঝালকাঠি পৌরসভা ১নং ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল করিম জাকির।
আলোচনা সভায় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও কমিটির সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের অথিতি বৃন্দ সংগঠনের বিভিন্ন উন্নয়নমুলক কাজের প্রশংসা করেন। মানবিক ও সমাজ কল্যান মুলক কর্মকান্ডে সম্পৃক্ত থাকার জন্য সংগঠনের সকলকে নির্দেশ দেয়া হয়। সংগঠনের সকলে বিগত দিনের মতো আগামী দিনগুলোতেও মানবিক কাজে সকলের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
প্রসংগত, চলমান করোনা মহামারিতে অসহায় মানুষের পাশে থাকার জন্য স্থায়ীন যুবকদের উদ্যোগে এই সংগঠনের যাত্রা শুরু হয়। করোনা মহামারি শুরু থেকে এই সংগঠনের সকল সদস্যবৃন্দ বিভিন্ন মানবিক ও সমাজ কল্যান মুলক কমকান্ডে অংশে গ্রহন করে।