ঝালকাঠিতে বিশ্ব মেডিটেশন দিবস পালিত

0

নিজস্ব প্রতিবেদক : ‘নিয়মিত মেডিটেশন, সুস্থ সফল সুখী জীবন’ এ প্রতিপাদ্য নিয়ে ঝালকাঠিতে পালিত হয়েছে বিশ্ব মেডিটেশন দিবস। শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে একযোগে ৩০মিনিট ধ্যানে মগ্ন ছিলেন শতাধিক ব্যক্তি। শহরের কামারপট্টি সড়কের কোয়ন্টাম ফাউন্ডেশন কার্যালয়ে দিবসটি উপলক্ষে মেডিটেশন সম্পর্কে আলোচনার আয়োজন করা হয়। এছাড়াও চিত্রাংকন, রচনা ও কুইজ প্রতিযোগিতা, আলোকচিত্র এবং ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ঝালকাঠির বিভিন্ন শ্রেণির মানুষ এ কর্মসূচিতে অংশ নেয়। কোয়ান্টাম ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানায়, প্রায় ৩০ বছর ধরে কোয়ান্টাম ফাউন্ডেশ মেডিটেশনের কার্যকরিতা ও প্রয়োজনীয়তা তুলে ধরতে কাজ করে যাচ্ছেন। নিয়মিত মেডিটেশন বা ধ্যান করলে আত্মিক উন্নতি, মানসিক প্রশান্তি, শারীরিক সুস্থতার পাশাপাশি বৈষয়িক উন্নতি ঘটে।
ঝালকাঠি কোয়ান্টাম ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে। আলোচনায় অংশ নেন ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফা বেগম, বীর মুক্তিযোদ্ধা শহিদ ইমাম পাশা, প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের সভাপতি ফয়সাল রহমান জসিম ও কোয়ান্টাম ফাউন্ডেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পারভেজ খান। অনুষ্ঠানে শতাধিক শিশু, যুবক, তরুণ-তরুণী, নারী ও পুরুষ অংশ নেন।

Share.

Leave A Reply