নলছিটির ইউএনওর মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি

0

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা সিকদারের সরকারি মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি করেছে প্রতারক চক্র। বুধবার বিকেলে উপজেলার কুশঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন সিকদার ও মোল্লারহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কবির হোসেনকে মোবাইলে ফোন করে প্রতারক চক্র টাকা দাবি করে। এ ঘটনায় নলছিটি থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। মোল্লারহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কবির হোসেন বলেন, বুধবার বিকেল সাড়ে চারটার সময় ইউএনও স্যারের মোবাইল নম্বর থেকে ফোন করে জেলা প্রশাসকের সাথে কথা বলার জন্য বলে। এসময় আমার কাছে টাকা দাবি করে। ইউএনও স্যারের কন্ঠে সাথে কোন মিল পাওয়া যায়নি। পরে ফোন কেটে দেই। কুশঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন সিকদার বলেন, ইউএনও স্যারের নম্বর থেকে আমাকে ফোন করা হয় । কণ্ঠস্বর ও কথাবার্তা অন্যরকম মনে হওয়ায় আমি বললাম আপনি তো ইউএনও স্যার না, পরে ফোন কেটে দেয়। বিষয়টি স্যারকে অবহিত করলে জানতে পারি এটা প্রতারক চক্র ছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার বলেন,আমার সরকারি মোবাইল নম্বর ক্লোন করে একটি প্রতারক চক্র উপজেলার দুই ইউনিয়নের চেয়ারম্যানের কাছে টাকা দাবি করেছে। এ বিষয়ে থানায় সাধারন ডায়েরি (জিডি) করা হয়েছে। পাশাপাশি সকলকে সর্তক থাকতে বলা হয়েছে। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি হয়েছে।পুলিশ ঘটনা তদন্ত অপরাধীদের ধরতে চেষ্টা চালাচ্ছে।

 

Share.

Leave A Reply