নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠিতে বেসরকারি উন্নয়ন সংস্থা আশার উদ্যোগে সমাজের পিছিয়েপড়া শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে আশার শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জোহর আলী। এ সময় আশা ঝালকাঠি জেলার পক্ষ থেকে বিতরণের জন্য জেলা প্রশাসকের নিকট ৩৪০টি কম্বল হস্থান্তর করা হয়।
কম্বল হস্তান্তর অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামাল হোসেন, আশা’র জয়েন্ট ডেপুটি ডিরেক্টর মো. গিয়াস উদ্দিন, ডিষ্ট্রিক ম্যানেজার মো. ওলিয়ার রহমানসহ জেলার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, আশা এবছর সরাদেশে দরিদ্র শীতার্ত মানুষের মাঝে ৬৮ লক্ষ টাকা মূল্যের প্রায় ২৩ হাজার কম্বল বিতরণ করবে।