নিজস্ব প্রতিবেদক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি কর্তৃক সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার ন্যায় বিচার ও ভিসির অব্যহতি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করনের দাবীতে ঝালকাঠিতে প্রতীকী অনশন করা হয়েছে। ঝালকাঠি সরকারি কলেজ ছাত্রদল এর আহবায়ক মোঃ আরিফুর রহমান হাসিব ও সদস্য সচিব হাদিসুর রহমান এর নেতৃত্বে শহীদ মিনারে মঙ্গলবার সকাল থেকে বিকাল ৩ টা পর্যন্ত এই প্রতীকী অনশন করা হয় বলে জানাগেছে। এসময় উপস্থিত ঝালকাঠি সরকারি কলেজ ছাত্রদলের নেতা-কর্মীরা বলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি কর্তৃক সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার ন্যায় বিচার আমরা দাবি করছি। পাশাপাশি ভিসির অব্যহতি এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করনের দাবী জানাচ্ছি।
শাবিপ্রবির ভিসি’র অব্যাহতির দাবীতে ঝালকাঠিতে ছাত্রদলের প্রতিকি অনশন
0
Share.