ঝালকাঠিতে যাত্রীবাহী বাস থেকে জাটকা জব্দ, ৬ জনকে জরিমানা

0

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠিতে বেনাপোলগামী যাত্রীবাহী দুইটি বাসে অভিযান চালিয়ে ৬ মণ জাটকা জব্দ করেছে জেলা প্রশান ও মৎস্য বিভাগ। এ সময় বাসের চালক ও স্টাফসহ ৬ জনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে শহরের পেট্রোলপাম্প মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী অভিযানে নেতৃত্ব দেন। অভিযানকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েম ইমরান, মং এছেন ও জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ উপস্থিত ছিলেন।
মৎস্য বিভাগ জানায়, নভেম্বর থেকে জুন ৮ মাস জাটকা আহরণ, পরিবহন, মজুদ এবং কেনা বেচার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে পটুয়াখালীর মহিপুর বন্দরের মৎস আড়ৎ থেকে যাত্রীবাহী ডলফিন পরিবহন ও সেভেন স্টার নামের দুটি বাসে ৬ মণ জাটকা নিয়ে যশোরের বেনাপোল যাচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠির পেট্রোলপাম্প মোড়ে তল্লাশী চৌকি বসায় জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। এ সময় বাস দুটি থেকে জাটকা জব্দ করা হয়। বাসের চালক ও স্টাফসহ ৬ জনকে জরিমানা করা হয়। জব্দকৃত জাটকা রাতেই বিভিন্ন মাদরাসা, এতিমখানা এবং সরকারী শিশু পরিবারে বিতরণ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী বলেন, এ অভিযান আগামী জুনমাস পর্যন্ত অব্যাহত থাকবে। নিষেধাজ্ঞা না মানলে জেল-জরিমানা করা হবে বলেও জানান তিনি।

Share.

Leave A Reply