ঝালকাঠিতে সেমিনার ও কুইজ প্রতিযোগিতা

0

কাজী খলিলুর রহমান : ঝালকাঠিতে ‘স্মার্ট ফোন আসক্তি, পড়াশোনায় ক্ষতি’ শীর্ষক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে ঝালকাঠির কালেক্টরেট স্কুলে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন।

এতে জেলা ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। কুইজ প্রতিযোগিতায় ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় প্রথম ও নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ দ্বিতীয় হয়।

তাদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. জোহর আলী। এর আগে সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামাল হোসেন। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনডিসি মো. বশির গাজীসহ প্রশাসনের কর্মকর্তারা।

সেমিনারে বক্তারা বলেন, স্মার্ট ফোনের কারণে শিক্ষার্থীদের পড়ালেখায় মারাত্মক ক্ষতি হচ্ছে। স্মার্ট ফোন ব্যবহার করে অনেকে বিপদগামী হয়, অনেকে আবার এর সুফল ভোগ করে। তাই ভালো দিকটাকেই বেশি গুরুত্ব দেওয়ার আহবান জানান বক্তারা।

Share.

Leave A Reply