ঝালকাঠিতে শোক আর শ্রদ্ধায় সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমুকে শেষ বিদায়

0

নিজস্ব প্রতিবেদক : গভীর শোক আর শ্রদ্ধায় ঝালকাঠির গুণী সাংবাদিক প্রয়াত হেমায়েত উদ্দিন হিমুকে শেষ বিদায় জানানো হয়েছে। শনিবার দুপুরে ঝালকাঠি প্রেস ক্লাবের সামনে সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান আজীবন সদস্য হেমায়েত উদ্দিন হিমুর কফিন আনা হয়। সেখানে প্রিয় হিমুর কফিনে ফুলেল শ্রদ্ধা জানান, সংসদ সদস্য ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমুর পক্ষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামী লীগের পক্ষে যুগ্ম-সাধারণ সম্পাদক তরুন কর্মকার, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল ও দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, ঝালকাঠি প্রেসক্লাবের পক্ষে সভাপতি কাজী খলিলুর রহমান ও সম্পাদক মানিক রায়, সামাজিক ও উন্নয়ন সংগঠনের মধ্যে শ্রদ্ধা জনান, টিআইবির সচেতন নাগরিক কমিটি, ঢাকা রিপোটার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান খান, বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান নাসিম, বরিশাল রিপোর্টারর্স ইউনিটির পক্ষে সভাপতি নজরুল বিশ্বাস, বিটিভি জেলা প্রতিনিধি সমিতির পক্ষে গাজী শাহ রিয়াজ, খুলনা প্রেসক্লাবের সাবেক সহসভাপতি রাশিদুল ইসলাম, সরকারি উচ্চ বিদ্যালয়, ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতি, জাতীয় সাংবাদিক সংস্থা, ঝালকাঠি সংবাদপত্র পরিষদ, ঝালকাঠি রিপোর্টাস ইউনিটি, জেলা বিএনপি, জাতীয়তাবাদী যুবদল, জেলা ক্রীড়াসংস্থা, প্রতিবন্ধি উন্নয়ন সংস্থা, দৈনিক শতকণ্ঠ, অনির্বান শিল্পী গোষ্ঠি , সুজন, দূরন্ত ফাউন্ডেশন, ওয়ার্ক ফাউন্ডেশন। পরে জোহর নামাজের পরে ঝালকাঠি ঈদগাহ ময়দানে তার নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। এরপর ঝালকাঠি পৌর গোরস্থানে তাকে সমাহিত করা হয়। শুত্রুবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে হেমায়েত উদ্দিন হিমু বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘ ৪ দশকের বেশি সময় ধরে ঝালকাঠিতে সাংবাদিকতা করে আসছেন। তিনি বাংলাদেশ টেলিভিশনের ঝালকাঠি প্রতিনিধি হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন। ঝালকাঠি প্রেস ক্লাবের পাঁচ বার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন বর্তমান আজীবন সদস্য । মুক্তচিন্তার এই মানুষটি সাংবাদিকতা ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাস্কৃতিক সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছিলেন। প্রবীণ সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু শুক্রবার রাত ৮.১০ মিনিটের সময় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার বিকালে তিনি অসুস্থ হলে তাকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালের সিসিইউতে প্রেরণ করা হয়। ভর্তির কিছুক্ষন পরই তিনি মারা যান । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলে সন্তান এবং অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি ১৯৮৫ সাল থেকে বাংলাদেশ টেলিভিশনের জেলা সংবাদদাতা জেলার দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি সচেতন নাগরিক কমিটি ও এডাবের সভাপতি ছিলেন ।

Share.

Leave A Reply