প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী পরিচালক হিসেবে নিয়োগপ্রাপ্ত হলেন ঝালকাঠির সুদীপ পাল

0

নিজস্ব প্রতিবেদক :  প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী পরিচালক হিসেবে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) -এ নিয়োগপ্রাপ্ত হলেন ঝালকাঠির সন্তান ইঞ্জিঃ সুদীপ পাল। ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ে সবসময় প্রথম স্থান অধিকারকারী সুদীপ পাল ২০১৩ সালে কৃতিত্বের সাথে এসএসসি পাশ করেন। ২০১৫ সালে তিনি সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ থেকে এইচএসসি পরিক্ষায় অংশগ্রহণ করেন এবং বরিশাল শিক্ষাবোর্ড প্রদত্ত ট্যালেন্টপুল বৃত্তিতে প্রথম স্থান অধিকার করেন। ২০২০ সালে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। স্কুলজীবনে সুদীপ এমএমসি ও ইউনিসেফের ঝালকাঠি জেলার শিশু সাংবাদিক এবং ঝালকাঠি ডিবেটিং সোসাইটি এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন। তার বাবা অসিত বরন পাল রাজাপুর সরকারি কলেজের রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক যিনি ২০১৮ সালে ঝালকাঠি উপজেলা ও জেলা পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। তার মা কনিকা রানী সরকার সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সিনিয়র শিক্ষিক যিনি বর্তমানে অবসরপ্রস্তুতিকালীন ছুটি ভোগ করছেন। তার ভাই ডাঃ সুমিত পাল বিসিএস স্বাস্থ্য ক্যাডার থেকে নিয়োগপ্রাপ্ত হয়ে বর্তমানে খুলনা মেডিকেল হাসপাতালের কার্ডিওলজি ও সিসিইউ বিভাগের সহকারী রেজিস্ট্রার পদে কর্মরত আছেন

Share.

Leave A Reply