দেশে বর্তমানে এইচআইভি আক্রান্তের সংখ্যা প্রায় ৪ হাজার

0

স্বাস্থ্য ডেস্ক★  বর্তমানে এইচআইভি আক্রান্তের সংখ্যা ৩৯২২। এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। সোমবার (০৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের এমপি বেগম লুৎফা তাহেরের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে ১৯৮৯ সালে প্রথম এইচআইভি শনাক্ত হয়। ২০১৬ সালের অক্টোবর পর্যন্ত সরকারি হিসেবে দেশে মোট এইচআইভি আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৭২১। এর মধ্যে মারা গেছে ৭৯৯ জন, জীবিত আছেন ৩৯২২ জন। তিনি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অনুসারে ২০৩০ সাল নাগাদ দেশকে মারণব্যাধি এইচআইভি মুক্ত করতে সরকার অঙ্গীকারাবদ্ধ। এ রোগে সংক্রমের হার মাত্র দশমিক শুন্য এক শতাংশ।

Share.

Leave A Reply