সুগন্ধার ভাঙ্গনে বিলিন হচ্ছে নলছিটি পৌরসভার একাংশ

0

নলছিটি প্রতিনিধিঃ নলছিটির সুগন্ধা নদীর ভাঙ্গনে নদীগর্ভে হারিয়ে যাচ্ছে নলছিটি পৌরসভার ৫নং ওয়ার্ডের সিকদার পাড়া ও পুরানবাজারসহ বেশ কয়েকটি এলাকা । ইতিমধ্যে এসব এলাকার অর্ধেকেরও বেশি অংশ নদীগর্ভে বিলিন হয়েছে।যার ফলে অনেক পরিবার সহায়সম্বল হারিয়ে অন্যত্র পাড়ি জমিয়েছেন আবার কেউ সব হারিয়ে নিঃস্ব হয়ে জীবনযাপন করছেন।অবশিস্ট্য যারা নদীর পাড়ে বসবাস করছেন তারা ভাঙ্গনের আতংকে ভুগছেন।এছাড়া নলছিটি টু দপদপিয়া রাস্তার মল্লিকপুর থেকে খোজাখালী এলাকার অংশটুকু যে কোনো সময় নদীতে হারিয়ে যেতে পারে সেখানে নদী এবং রাস্তার দুরত্ব খুবই সামান্য যদি আগামী বর্ষা আসার আগে ভাঙ্গন রোধে পদক্ষেপ নেওয়া না হয় তাহলে এই সড়কটির অংশবিশেষ নদীতে হারিয়ে যাবে যা নলছিটিবাসীর জন্য চরম দূর্ভোগের কারন হবে।যদিও এই ভাঙ্গন প্রতিরোধে কিছু পদক্ষেপ নেয়া হয়েছিলো তবে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।এলাকাবাসীর মতে আগামী বর্ষা আসার আগে যদি কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া না হয় তাহলে অবশিষ্ট্য এলাকা আর ভাঙ্গন থেকে রেহাই পাবে না।নদীর ভাঙ্গন থেকে রেহাই পাচ্ছে না সিকদার পাড়ার ঐতিহ্যবাহী কাজী বাড়ীর মসজিদটি।যে কোনো সময় মসজিদটি নদীতে হারিয়ে যেতে পারে।স্থানীয় পর্যায়ে মসজিদটি রক্ষার পদক্ষেপ নেওয়া হলেও তারা পুরোপুরি সফল হতে পারছেন না। এব্যাপারে নলছিটি পৌরসভার প্যানেল মেয়র ও ৫নং ওয়ার্ডের কাউন্সিলর আলমগীর হোসেন আলো জানান মাননীয় শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমুর হস্তক্ষেপে কিছু এলাকায় ভাঙ্গন রোধে পদক্ষেপ নেয়া হলেও অন্য জায়গাগুলোতে ভাঙ্গন তীব্র আকার ধারন করেছে তা নিয়ন্ত্রনে এখনই পদক্ষেপ নেয়া প্রয়োজন, তিনি আরো বলেন আমার দেখা মতে গত দুবছর আগে একইদিনে দশটি বসতঘড় নদীতে বিলিন হয়েছে এবং তা আমার চোখের সামনেই, তিনি এব্যাপারে পূনরায় মাননীয় শিল্পমন্ত্রীর দৃস্টি আকর্ষন করেন।

Share.

Leave A Reply