উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয় দৌড়ে এগিয়ে সুলতান

0

 

নিজস্ব প্রতিবেদক :

আসন্ন ঝালকাঠি সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী চার জন। এরা হলেন ঝালকাঠি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মো. সুলতান হোসেন খান, সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ রাজ্জাক আলী সেলিম, সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান এবং জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খান আরিফুর রহমান । এর মধ্যে দলীয় মনোনয়নের ব্যপারে ঝালকাঠি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মো. সুলতান হোসেন খান এগিয়ে রয়েছেন বলে দলীয় সুত্রে জানাগেছে। যদিও দলীয় মনোনয়নের ব্যপারে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে খান আরিফুর রহমানের নাম একক ভাবে প্রস্তাব করে কেন্দ্রে পাঠান হয়েছিল। তবে কেন্দ্রের সিগ্ধান্ত অমান্য করেই একক ভাবে খান আরিফুর রহমানের নাম প্রস্তাব করে পাঠান হওয়ায় এবং তিনি আওয়ামী লীগে নবীন হওয়ায় তার মনোনয়ন অনেকটা অনিশ্চিত হয়ে পরেছে। এছারাও মহান স্বাধীনতা যুদ্ধের সময় খান আরিফুর রহমানের বাবা ও শ্বশুড়ের ভুমিকা স্বাধীনতা বিরোধিদের পক্ষে ছিল বলে স্থানীয় ভাবে জানাগেছে। ২০১৭ সালে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে ব্যনারে নাম না দেখায় বিনয়কাঠি ইউনিয়ন আওয়ামী লীগকে ৫০ হাজার টাকা দিয়ে তা আবার ফেরত নেওয়ায় এই নেতা বির্তকের মধ্যে পরেছেন বলে দলের একটি নির্ভরযোগ্য সুত্র নিশ্চিত করেছে। অন্যদিকে ঝালকাঠি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মো. সুলতান হোসেন খান ছাত্র জীবন থেকে ছাত্রলীগের রাজনীতির সাথে সরাসরি যুক্ত থেকে নেতৃত্ব দেওয়ার পরে যুবলীগ ও আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। ১৯৯৬ সালে সম্মেলনে ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সদস্য হন। পরে সম্মেলনে মাধ্যমে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে দলের জন্য কাজ করেছেন। ২০১৪ সালের নির্বাচনে বিপুল ভোটে ঝালকাঠি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এর পর থেকে সাংগঠনিক কর্মকান্ডের পাশাপাশি সদর উপজেলার ১০ ইউনিয়নের উন্নয়নে কাজ শুরু করেন মো. সুলতান হোসেন খান। কাজের মাধ্যমে ১০ ইউনিয়নের সাধারন মানুষ ও দলীয় নেতা-কর্মীদের আস্থা ভাজন হয়ে ওঠেন তিনি। সাংগঠনিক কর্মকান্ডের পাশাপাশি জেলা আওয়ামী লীগকে অর্থনৈতিক ভাবে সহযোগীতা করেছেন। দলের ক্রান্তি লগ্নেও কাজ করেছেন এই নেতা। তাই দল তাকে মূল্যায়ন করবে বলে বিশ্বাস রয়েছে দলীয় নেতা-কর্মীদের। এছাড়াও ঝালকাঠি সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ রাজ্জাক আলী সেলিম এবং ঝালকাঠি সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমানও নিজ নিজ অবস্থান থেকে দলীয় মনোনয়নের ব্যপারে আশাবাদি।

Share.

Leave A Reply