নিজস্ব প্রতিবেদক :
আগামী ৩ মার্চ থেকে ঝালকাঠিতে শুরু হচ্ছে সাত দিনব্যাপী এসএমই পণ্য মেলা। ওই দিন বিকেল তিনটায় স্থানীয় শিশুপার্ক মাঠে মেলার উদ্বোধন করবেন আওয়ামী লীগের উপদেস্টা পরিষদের অন্যতম সদস্য শিল্পমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু এমপি। বৃহস্পতিবার বিকেলে ঝালকাঠির জেলা প্রশাসক মো. হামিদুল হক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মো. হামিদুল হক জানান, এসএমই পণ্য মেলায় শিশুপার্ক মাঠে ৫০টি স্টল নির্মাণ করা হয়েছে। স্টলগুলো বরাদ্দের কাজ চলছে। পণ্য মেলায় দেশি পণ্য থাকবে। মেলা উপলক্ষে দেশিয় খেলুধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। এছাড়াও কুইজ ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হবে। সাত দিনের মেলায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প, মৃতশিল্প ও হস্ত শিল্পের বাহারি পসরা থাকবে। ইতোমধ্যেই মেলার প্রচার-প্রচারণা শুরু হয়েছে। এসএমই ফাউন্ডেশন এ মেলার আয়োজন করেছে। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে জেলা প্রশাসন ও বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পরেশন (বিসিক)। মেলা সফল করতে তিনি সংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক দেলোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহামুদ হাসান, ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি হেমায়েত উদ্দিন হিমু, সাধারণ সম্পাদক দুলাল সাহা, অজানা বার্তার সম্পাদক এসএমএ রহমান কাজল, দূরযাত্রা সম্পাদক জিয়াউল হাসান পলাশ, জনতার কণ্ঠ টোয়েন্টিফোর ডট কমের সম্পাদক কে এম সবুজ, আলোকিত ঝালকাঠির সম্পাদক অলোক সাহা ও ঝালকাঠি প্রতিদিনের সম্পাদক জহিরুল ইসলাম জলিলসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।