নিজস্ব প্রতিবেদক :
নলছিটিতে উপজেলা চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. সিদ্দিকুর রহমান । আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বৃহস্পতিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন রিটার্নিং কর্মকর্তার কাছে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট জি.কে মোস্তাফিজুর রহমান প্রত্যাহাপত্র জমা দেন। প্রাত্যাহারপত্রটি রটার্নিং কর্মকর্তা কর্তৃক গৃহীত হলে এবং এ উপজেলায় আর কোনো প্রার্থী না থাকায় একক প্রার্থী হিসেবে মো. সিদ্দিকুর রহমান চেয়ারম্যান পদে নির্বাচিত হতে যাচ্ছেন।ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলার রির্টানিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক এসএম ফরিদ উদ্দিন জানান, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন নলছিটি উপজেলায় চেয়ারম্যান প্রার্থী জি. কে মোস্তাফিজুর রহমান প্রত্যার পত্র জমা দিলে তা গৃহীত হয়। এর ফলে ওই উপলোয় এক মাত্র প্রার্থী সিদ্দিকুর রহমানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান ঘোষণা করতে তার নাম নির্বাচন কমিশনে পাঠানো হবে। সিদ্দিকুর রহমান বর্তমানে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এবং নলছিটি উপজেলার নাচন মহল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্ব পালন করছেন। অ্যাডভোকেট জিকে মোস্তাফিজুর রহমান জানান, আওয়ামীলীগের জ্যেষ্ঠ নেতা সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি আমাকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা না করার জন্য বলেছেন। বাংলাদেশে বিশেষ নজরদারিতে যদি ২টি উপজেলার নির্বাচন হয় তার একটি ঝালকাঠির নলছিটি। বড় বটগাছের নীচে অন্য কোন ছোট গাছ হয় না, তাই আমি তার কথায় মনোনয়ন প্রত্যাহার করেছি।জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির বলেন, জেলার ৪টি উপজেলায় আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীদের প্রতি আমাদের অনুরোধ ছিলো প্রার্থীতা প্রত্যাহার করে নৌকাকে সমর্থন দেয়ার। যারা আমাদের অনুরোধ রেখে তাঁদের স্বাগত জানান তিনি। অতিরিক্ত জেলা প্রশাসক ও নির্বাচনের জেলা রিটার্নিং অফিসার এসএম ফরিদ উদ্দিন জানান, নলছিটি উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট জিকে মোস্তাফিজুর রহমান তার প্রার্থীতা প্রত্যাহারের জন্য লিখিত আবেদন করেছেন। তার আবেদনের প্রেক্ষিতে প্রার্থীতা কার্যত বাতিল বলে গণ্য হয়েছে। আগামী ২৪ মার্চ ঝালকাঠি জেলার চারটি উপজেলা ভোট গ্রহন করা হবে।