কনেস্টবল পদে নিয়োগ স্বচ্ছ করার লক্ষে জেলা জুড়ে মাইকিং

0

নিজস্ব প্রতিবেদক :

ঝালকাঠিতে কনেস্টবল পদে নিয়োগ স্বচ্ছ করার লক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে জেলা জুড়ে মাইকিং করা হচ্ছে। সাধারণ মনুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে শুক্রবার এই উদ্যোগ নেয়া হয় বলে জানাগেছে। আগামী ২৪জুন ঝালকাঠি জেলায় কনেস্টবল পদে নিয়োগ অনুষ্ঠিত হবে। এতে কোন রকম লেন-দেন বা চুক্তি না করার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। যদি কেহ লেন-দেন বা চুক্তিভুক্ত করেছে বলে পুলিশের গোয়েন্দা সূত্র এবং প্রকাশ্যে প্রমাণ পায় তাহলে তার প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে। অথবা পুলিশের দালাল পরিচয়ে কারো সাথে প্রতারণা করলে তাকে পুলিশের কাছে সোপর্দ করার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। জেলার ৪ উপজেলায় মাইকিং করে এ সতর্কবানি প্রচার করা হয়েছে। ঝালকাঠির নবাগত পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন ডলি জেলা বাসীর প্রতি এ আহ্বান জানিয়েছেন বলে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এমএম মাহমুদ হাসান এতথ্য জানিয়েছেন।

Share.

Leave A Reply