দুই বিচারক হত্যা দিবস পালিত

0

নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠিতে শোক শোভাযাত্রা ও স্মরণসভার মধ্য দিয়ে দুই বিচারক হত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার নানা কর্মসূচি পালন করেছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ও কর্মকর্তা- কর্মচারীবৃন্দ। সকাল সাড়ে ৮টায় আদালত চত্বর থেকে একটি শোক শোভাযাত্রা বের হয়ে নিহত বিচারকদের স্মৃতিস্তম্বে গিয়ে শেষ হয়। সেখানে পুস্পার্ঘ অর্পণ করেন জেলা ও দায়রা জজ মো. শহীদুল্লাহ। পরে জেলা প্রশাসক মো. জোহর আলী , পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন , জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মান্নান রসুল , সাধারণ সম্পাদক আসম মোস্তাফিজুর রহমান , বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারকবৃন্দ নিহত বিচারকদের স্মৃতিস্তম্বে পুস্পার্ঘ অর্পণ করেন। সেখানে দুই বিচারকের আত্মার শান্তি কামনা করে দোয়া-মোনাজাত করা হয়। বিকেলে আদালতের শহীদ সোহেল-জগন্নাথ মিলনায়তনে স্মরণসভা , দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে। ২০০৫ সালের ১৪ নভেম্বর জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) জঙ্গিদের আত্মঘাতী বোমা হামলায় ঝালকাঠির দুই বিচারক নিহত হন।

Share.

Leave A Reply