১০০ টাকা কেজি বিক্রির পরে প্রশাসনের হস্তক্ষেপে নিয়ন্ত্রনে লবণের বাজার

0

নিজস্ব প্রতিবেদক : এক কালের দ্বিতিয় কলিকাতা খ্যাত ঝালকাঠিতে ১১ টি লবনের মিল রয়েছে। এখানের উৎপাদিত লবন জেলার চাহিদা মিটিয়ে রপ্তানি হয় দেশের বিভিন্ন স্থনে। অথচ দেশের অন্যান্য স্থানের মত ঝালকাঠিতেও মঙ্গলবার দুপুর থেকে একটি মহল গুজব ছড়িয়ে বেশি দামে লবন বিক্রি শুরু করে। এসময় ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত প্রতি কেজি লবন বিক্রি করে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা। এ বিষয়টি জানাজানি হলে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন দোকানে অভিযান চালান হয়। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জরুরী সংবাদ সম্মেল ডাকা হয়। জেলা প্রশাসক মো. জোহর আলী এতে বক্তব্য রাখেন। তিনি বলেন, ঝালকাঠিসহ দেশের বিভিন্ন স্থানে পর্যাপ্ত লবন মজুদ রয়েছে। কেউ বিভ্রান্ত হবেন না। কোথাও লবনের দাম বারে নি। আগের মতই রয়েছে। ঝালকাঠির এআরএস সল্ট ও শরীফ সল্ট সহ ১১ টি লবন মিল মালিকদের ঘোষনা লবনের কোন সংঙ্কট নেই। পর্যাপ্ত লবন রয়েছে সকলে ১৫ টাকা কেজি দরে লবন কিনতে পারবে। এর আগে ঝালকাঠি চেম্বার অব কমার্স এর পক্ষ থেকে শহরে সচেতনতা মুলক মাইকিং করা হয়।

Share.

Leave A Reply