নলছিটিতে সিটিজেন ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

0

মিলন কান্তি দাস : নলছিটিতে সিটিজেন ফাউন্ডেশন’র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে উপজেলার রানাপাশা ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠান চত্বরে বৃক্ষরোপণ করা হয়েছে। ৩০ জুলাই বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার রানাপাশা ইউনিয়নের ইউনিয়ন চত্বর, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে ফলদ, বনজ এবং ঔষধি বৃক্ষরোপণ’র মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করা হয়। এ বৃক্ষরোপণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন নলছিটি সিটিজেন ফাউন্ডেশনের আহ্বায়ক সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো.মোহাম্মদ কাওসার হোসাইন, রানাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান সালাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহম্মদ খালেক মাস্টার, সংগঠনের সদস্য সচিব ইঞ্জিনিয়ার গোলাম মাওলা শান্ত, সদস্য মো.মোহাম্মদ মনির হোসেন, আরিফ গাজি, রানাপাশা ইউনিয়ন শাখার উপদেষ্টা রিয়াজ আহসান রুবেল, আহ্বায়ক ইমদাদুল হক সুজন খলিফা, যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান রিপন, গোলাম সরোয়ার চপল, সদস্য সাইফুল ইসলাম পাভেল, সাঈদ সুমন, আব্দুল্লাহ আল মাহাদী, জিয়াউর রহমান নাঈম, এম.এ সাগর, মো. রাসেল হাওলাদার, মেহেদী হাসান, জসিম সিকদার, নাচনমহল ইউনিয়ন শাখার যুগ্ম আহ্বায়ক মো. মাহবুবুর রহমান, সদস্য সচিব মো. কামরুল ইসলাম মাস্টার, সদস্য মেহেদী হাসান, শাহীন জিয়া প্রমুখ। নলছিটি সিটিজেন ফাউন্ডেশনের আহ্বায়ক অ্যাডভোকেট কাওসার হোসাইন বলেন একটি বাসযোগ্য পৃথিবী গড়তে হলে বেশি করে গাছে লাগাতে হবে। সদস্য সচিব গোলাম মাওলা শান্ত জানান, আমরা চাইলেই পৃথিবীটাকে সুন্দরভাবে সাজাতে পারি। শুধু আমাদের প্রয়োজন স্বেচ্ছাসেবী মনোভাব। পরিবেশ সুরক্ষায় আজ আমরা সংগঠনের একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবী নিয়ে বৃক্ষরোপণ করেছি। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে। মাসব্যাপী কর্মসূচির আওতায় ফলদ, ভেষজ ও ঔষধি বিভিন্ন জাতের চারা রোপণ করা হচ্ছে।

Share.

Leave A Reply