নিজস্ব প্রতিবেদক : সঠিক মান, সঠিক দাম’ প্রতিশ্রুতি নিয়ে বরিশালে যাত্রা শুরু করছে সুপার শপ ‘খান বাজার’। নগরীর চাঁদমারীর চৌরাস্তা সংলগ্ন এলাকায় শুক্রবার সন্ধ্যায় বরিশালের নগরপিতা সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ভিডিও কনফারেন্সে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এম খান গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক ও খান বাজারের প্রতিষ্ঠাতা মো. মাহফুজ খান। উদ্বোধনী অনুষ্ঠানে বরিশাল শহরসহ বিভিন্ন স্থানের বিশিষ্টজনরা অংশ নেন। এক সঙ্গে সব বাজার, তরতাজা খাদ্যসামগ্রী, ফল, প্রসাধনী, আছে নানা দেশি-বিদেশি ১৫ হাজার পণ্যের সমাহার। এসব কিছুই পাওয়া যাবে সুপারশপ ‘খান বাজার’ এ। নগরবাসীর হাজারো চাহিদা মেটাবে ‘খান বাজার’। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত তিন হাজার স্কয়ার ফিটের বিশাল এ প্রতিষ্ঠানটিতে দৈনন্দিন প্রয়োজনের ১৫ হাজার দেশি-বিদেশি পণ্যের সমাহার ঘটানো হয়েছে। নামের বিচারে যা রীতিমতো খানদানি হিসেবে উপস্থাপিত হয়েছে নগরবাসীর কাছে।
এম খান গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করতে যাওয়া এই সুপারশপ নিয়ে নগরবাসীর আকাঙ্খা আকাশচুম্বী। নগরবাসীর চাহিদা পূরণে প্রতিষ্ঠানটি যে প্রতিজ্ঞাবদ্ধ তার প্রমাণ মেলে কর্তৃপক্ষের কথায়। এম খান গ্রুপের অন্যতম পরিচালক রাফসান খান রাফি বলেন, একটি পরিবারে যা যা দরকার সেগুলোর সবকিছু একই ছাদের নিচে প্রাপ্তির আয়োজন করেছি আমরা। কোন বাড়ির বসার ঘর থেকে রান্নাঘর পর্যন্ত যেসকল পণ্য প্রয়োজন সেগুলো সব থাকবে ‘খান বাজারে’। তবে সকল পণ্য যেন গুণগত মানের দিক থেকে অতুলনীয় থাকে সে ব্যাপারে কড়াকড়ি রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। বরিশালের বিশিষ্ট ব্যবসায়ী গ্রুপটির প্রতিষ্ঠাতা মাহফুজ খান বলেন,‘খান বাজারে’ ক্রেতার সার্বক্ষণিক সেবায় নিয়োজিত থাকবে প্রায় ২০ জন অভিজ্ঞ কর্মী। দেশি পণ্যের সাথে সাথে মৌলিক বিদেশি পণ্য আমদানি করা হবে। প্রতিটি পণ্য সরাসরি কারখানা থেকে সংগ্রহ করা হবে বিধায় দামে হবে সাশ্রয়ী। সবকিছু মিলিয়ে বরিশালবাসী যেন সেবা ও মান বিবেচনায় সুপারশপমুখী হয় সেই চেষ্টা করবো আমরা।