কাঠালিয়া প্রতিবেদক : ঝালকাঠির কাঠালিয়ায় সমাজ সেবায় বিভিন্ন অবদান রাখায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক ও আওরাবুনিয়া উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মাইনুল হোসেন উজ্জল জমাদ্দারকে এ সম্মাননা প্রদান করা হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার আওরাবুনিয়া শেখ রাসেল স্মৃতি সংসদ পাঠাগারে বিশ্বাসের বন্ধন নামের একটি সামাজিক সংগঠনের পক্ষ থেকে মো. চান মিয়া বিশ্বসের সৌজন্যে এ সম্মাননা প্রদান করা হয়।
এসময় বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম সানু, আওরাবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সোবাহান হাওলাদার, সবাজ সেবক আব্দুল রশিদ, ঢাকাস্থ আওরাবুনিয়া জন কল্যান পরিষদের দপ্তর সম্পাদক মো. আকাশ মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।
কাঠালিয়ায় সমাজ সেবায় অবদান রাখায় সম্মাননা প্রদান
0
Share.