নলছিটিতে খাল থেকে যুবকের হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার

0

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠির নলছিটিতে খাল থেকে হাত-পা বাধা অবস্থায় পংকজ চন্দ্র শীল (৩৫) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (১২ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় কুলকাঠি ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের পোনাবালিয়া বাজারের পাশে খাল থেকে লাশটি উদ্ধার করে নলছিটি থানা পুলিশ ।

নিহত পংকজ চন্দ্র শীল (৩৫) ঝালকাঠি শহরের বাহেররোড এলাকার নরেন চন্দ্র শীলের ছেলে ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে খালে মৃতদেহ ভাসতে দেখে উদ্ধার করে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। এসময় তার হাত পা বাঁধা অবস্থায় ছিলো। কান দিয়ে রক্ত বের হচ্ছিল।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন,খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য আগামীকাল সকালে ঝালকাঠি সদর হাসপাতালে প্রেরণ করা হবে।

Share.

Leave A Reply