নলছিটিতে বিদ্যালয়ের জমি দখল করে নির্মান করা সীমানা প্রাচীর রাতের আধারে ভেঙ্গে দিল শিক্ষক

0

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের ১১২ নং খাগড়াখানা রহম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের সংবাদ গনমাধ্যমে প্রকাশ হলে রাতের আধারে সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলা হয়েছে। এ সংক্রান্ত একটি ভিডিও চিত্র বৃহস্পতিবার সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে দেখা গেছে সীমানা প্রাচীর নির্মান করা সিরাজুল ইসলামের ভাই খাগড়াখানা রহম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. নাসির উদ্দিন রাতের আধারে সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলছেন। স্থানীয় ভাবে এ বিষয়টি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ধারনা রাতের আধারে সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসানোর চেষ্টা করেছিল। কিন্তু গোপনে ভিডিও ধারন করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছরিয়ে দেওয়ায় সেই চেষ্টা ভেস্তে গেছে। এব্যাপারে ১১২ নং খাগড়াখানা রহম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নাসির উদ্দিনের সাথে তার ব্যবহৃত ০১৯২৮২৮৪৯৫১ ও ০১৭৫৮২৭৬৭৪৮ নম্বরে একাধিক বার যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া গেছে। ১২ ও ১৩ অক্টোবর ‘নলছিটির খাগড়াখানা রহম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ’ শিরনামে অনলাইন পোর্টাল ও দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশ হয়।

Share.

Leave A Reply