নলছিটি প্রতিবেদক : মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের পাশাপাশি বিশ্বসাহিত্য কেন্দ্রের বই পড়ার পরিবেশ সৃষ্টি ও বাস্তবায়ন করার লক্ষে ঝালকাঠির নলছিটি উপজেলায় দিনব্যাপী পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির এক উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০ টায় নলছিটি উপজেলা অডিটোরিয়ামে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) আওতায়
স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যান্ড রিডিং স্কিলস অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস শীর্ষক স্কিমের পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির এ উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
নলছিটি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল বাসার তালুকদারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা নাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা বেগম এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল আমিন।
এসইডিপি ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির সংক্ষিপ্ত পরিচিতি এবং পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন কৌশল উপস্থাপন করেন অনুষ্ঠানের রিসোর্স পার্সন ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির টিম ম্যানেজার মোঃ তরিকুল ইসলাম।
নলছিটি উপজেলায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির দায়িত্বপ্রাপ্ত অ্যাসিসট্যান্ট ম্যানেজার হাসান মুসান্নাহ সজীব কর্মশালায় ২০২৩ সালের কার্যক্রমের কর্ম পরিকল্পনা উপস্থাপন করেন।
উদ্বুদ্ধকরণ কর্মশালায় উপজেলার স্কিমভূক্ত মাধ্যমিক পর্যায়ের ৬৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬১ জন প্রতিষ্ঠান প্রধান এবং ৬৩ জন সহকারী শিক্ষক (গ্রন্থগার ও তথ্য বিজ্ঞান) ও অন্যান্য সহকারী শিক্ষকবৃন্দ কর্মশালায় অংশগ্রহণ করেন। উপস্থিত সকলকে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির একটি করে নোট বই, কলম, অনুষ্ঠানসূচি, ২০২৩ সালের কার্যক্রমের কর্ম পরিকল্পনা ও পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মুদ্রিত কপি প্রদান করা হয়।
উল্লেখ্য, দেশের ৬৪ জেলার ৩০০ টি উপজেলা ১৫ হাজার স্কুলে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি পরিচালিত হচ্ছে। কর্মসূচি বাস্তবায়ন করছে বিশ্বসাহিত্য কেন্দ্র।