ঝালকাঠিতে ৪২৩ পরিবার পাবে প্রধানমন্ত্রীর উপহারের ঘর : জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম

0

নিজস্ব প্রতিবেদক: সরকারের আশ্রয়ণ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ে ভূমি ও গৃহহীনদের মধ্যে ঝালকাঠি সদর উপজেলায় তৃতীয় ও চতুর্থ পর্যায়ে নির্মিত ৮২ টি, রাজাপুরে ১৪১টি এবং নলছিটি উপজেলায় ২০০ টি ঘর বিতরণ করা হবে। আগামীকাল বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব ঘর হস্তান্তর করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই জেলার ২টি উপজেলাকে (নলছিটি ও রাজাপুর) ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন। এর আগে গত বছরের ২১ জুলাই কাঠালিয়া উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন উপজেলা ঘোষনা করা হয়েছিলো। ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে সোমবার সন্ধ্যায় সংবাদ সম্মেলল করে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর হস্তান্তর বিষয়ক এসব তথ্য গনমাধ্যম কর্মীদের জানিয়েছেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। সংবাদ সম্মেলনে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লতিফা জান্নাতি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) রুহুল আমীন, জেলা প্রশাসক কার্যালয়ের ডেপুটি নেজারত কালেক্টর (এনডিসি) অংছিং মারমা।

Share.

Leave A Reply