নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠিতে কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য এবং অধিকার নিয়ে জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকদের সঙ্গে নারীপক্ষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে নলছিটি উপজেলার প্রেমহার মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তারুণ্যের কন্ঠস্বর প্লাটফর্ম ও চিলড্রেন অ্যান্ড ইয়ূথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (সাইডো) আয়োজনে নারীপক্ষের অধিকার এখানে, এখনই (আরএইচআরএন ২), প্রকল্পের আওতায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় চিলড্রেন অ্যান্ড ইয়ূথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (সাইডো) নির্বাহী পরিচালক সৈয়দ হোসাইন আহমেদ কামালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নলছিটি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোর্শেদা লস্কর ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান একেএম আব্দুল হক, এনামুল হক শাহীন, নারীনেত্রী নারগিস আক্তার, তারুণ্যের কন্ঠস্বর প্লাটফর্মের মো. রফিকুল।
সভায় কিশোর কিশোরীদের গোপনীয়তা বজায় রেখে স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা প্রদানের আহ্বান জানানো হয়।
ঝালকাঠিতে নারীপক্ষের মতবিনিময় সভা অনুষ্ঠিত
0
Share.