নিজস্ব প্রতিবেদক: আসন্ন ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও ২৯ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি দেশরত্ন শেখ হাসিনার বরিশালে আগমন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে জাতীয় শ্রমিক লীগ ঝালকাঠি জেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদ চেয়ারম্যান খান সাইফুল্লাহ পনির, ঝালকাঠি জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, আমির হোসেন আমু এমপির ব্যক্তিগত সহকারি ফকরুল মজিদ কিরন। জাতীয় শ্রমিকলীগ ঝালকাঠি জেলা শাখার আহবায়ক মো. ছবির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সালাহ্উদ্দিন আহম্মেদ সালেক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ হাওলাদার , জাতীয় শ্রমিকলীগ ঝালকাঠি জেলা শাখার সদস্য সচিব মো. সুমন তালুকদার।
ঝালকাঠিতে জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত
0
Share.