ঝালকাঠিতে মহিলা বিষয়ক অধিদপ্তরে প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

0

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠিতে মহিলা বিষয়ক অধিদপ্তর, ঝালকাঠি কর্তৃক পরিচালিত ‘ভালনারেবল উইমেন বেনেফিট’ বিষয়ক দুই দিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালা বৃহস্পতিবার শেষ হয়েছে। (ভিডব্লিউবি)সামাজিক নিরাপত্তাবেষ্টনী কর্মসূচির আওতায় ঝালকাঠি জেলাধীন উপজেলাসমূহ প্যাকেজসেবা -২০২৪ বাস্তবায়নে চুক্তিবদ্ধ এনজিওর প্রশিক্ষকদের জন্য প্রশিক্ষণের প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিন। দ্বিতীয় দিনে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডাঃ রিফাত আহমেদ, সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল। দুইদিনব্যাপী প্রশিক্ষণের সভাপতিত্ব করেন উপপরিচালক জনাব দিলারা খানম। এছাড়াও ঝালকাঠি জেলার চারটি উপজেলার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাগন রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন।

Share.

Leave A Reply