ঝালকাঠিতে বেকু দিয়ে জমির কান্দি কেটে সবজির বাগান নষ্ট করার অভিযোগ

0

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের গগন গ্রামের কুদ্দুস তালুকদারের বাড়ির দক্ষিন পাশে রহমতপুর কৃষি গবেষনা কেন্দ্রের বৈজ্ঞানিক সহকারি মিরাজুর রহমানের জমি কান্দি বেকু দিয়ে কেটে ফেলে বিভিন্ন প্রজাতির সবজির বাগান নষ্ট করা হয়েছে। কান্দিতে লাগানো ২০ ছরা কাঠালি কলা গাছ, ১০ টা পেপে গাছ ও অর্ধশত বেগুন কাছ উপরে ফেলা হয়েছে। এতে প্রায় ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি। সরেজমিনে গিয়ে জানাগেছে, শুক্রবার সকাল ১০ টার দিকে শত্রুতার জের ধরে স্থানীয় সাইফুল ইসলাম হাওলাদার নাসরিন বেগম নামের এক নারীকে দিয়ে এ ঘটনা ঘটায়। মিরাজুর রহমানের জমির বরগা চাষি মো. শাকিল জানান, ৫০ ফুট লম্বা, ১০ ফুট চওড়া আইলে কলা গাছ, পেপে গাছ ও বেগুন গাছ সহ অন্যান্য সবজি লাগানো ছিল কিন্তু হঠাৎ করে শত্রুতার জের ধরে স্থানীয় সাইফুল ইসলাম হাওলাদার নাসরিন বেগম নামের এক নারীকে দিয়ে বেকু এনে কান্দি কেটে ফেলে সবজি নষ্ট করে। পরে জমির মালিক মিরাজুর রহমানকে খবর দিলে তিনি এসে কাজ বন্ধ করে দেয়। তবে তার আগে কমপক্ষে ৫০ ফুট কান্দি কেটে ফেলা হয়। জমির মালিক রহমতপুর কৃষি গবেষনা কেন্দ্রের বৈজ্ঞানিক সহকারি মিরাজুর রহমান বলেন,‘ আমাদের জমির কান্দি কেটে কলা গাছ, পেপে গাছ, ও বেগুন গাছ সহ অন্যান্য যে ক্ষতি করেছে আমি এর বিচার চাই। এব্যাপারে আমি মামলা করব। তবে অভিযুক্ত সাইফুল ইসলামের সাথে একাধিক বার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

Share.

Leave A Reply