কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা দিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগনেতা মনির

0

নিজস্ব প্রতিবেদক: গত রোববার দেশের দক্ষিন অঞ্চলের কয়েকটি জেলার উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে তছনছ হয়ে যায় বসতঘড় সহ বিভিন্ন স্থপনা,গাছপালা সহ ফসল। এতে ঝালকাঠির রাজাপুর এবং কাঠালিয়ার কয়েকটি বসতঘড় সহ বিভিন্ন প্রতিষ্ঠান পুরোপুরি বিধ্বস্থ হয়ে যায়। কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ ১৫ জনকে আর্থিক সহায়তা দিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির সদস্য ও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন এর পরিচালক এম মনিরুজ্জামান মনির। বুধবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যলয়ে মনিরুজ্জামান মনিরের পক্ষে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং জেলা পরিষদ সদস্য এ্যাড খায়রুল আলম সরফরাজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ডেজলিং তালুকদার, শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি জামাল হোসেন ও সাধারণ সম্পাদক সাইফুজ্জামান রুবেল সহ আরও অনেকে।

Share.

Leave A Reply