কীর্ত্তিপাশায় বখাটে জয়নাল হাওলাদারকে আটক করে পুলিশে সোর্পদ করেছে স্থানীয়রা

0

নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠি সদর উপজেলার কীর্ত্তিপাশা বাজার সংলগ্ন আচার্য্য বাড়ী এলাকা থেকে হিন্দু সম্প্রদায়ের লোকজনকে হত্যার হুমকী প্রদান ও তাদের চলাচলের পথ আটকে দেওয়ার অভিযোগে মো. জয়নাল হাওলাদার (৪০) নামের এক ব্যক্তিকে স্থানীয়রা আটক করে পুলিশে সোর্পদ করেছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছে, মো. জয়নাল হাওলাদার মাদক সেবী ও ব্যবসায়ী তার বিরুদ্ধে চুরি, নারীদের ইভটেজিং করা, সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানসহ বিভিন্ন ধরনের অপকর্মের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। একাধীক মামলায় সে বহুবার জেল খেটেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার বেলা ১১ টার দিকে নিজ বাড়ীর সামনে সরকারি সড়কে গাছ ও বাঁশ দিয়ে আটকে দেয় জয়নাল হাওলাদার। বলে,‘ এই রাস্তা থেকে আচার্য্য বাড়ির কেউ চলাচল করতে পারবে না। চলাচল করে দুইশত লোককে কুপিয়ে জখম করা হবে।’ পরে উত্তম আচার্য্য নামে এক ব্যক্তি রাস্তা থেকে গাছ ও বাঁশ সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করে। আর এতে ক্ষিপ্ত হয়ে উত্তম আচার্য্যকে রাম দা ও কোচ নিয়ে মারতে যায়। তখন উত্তম আচার্য্যের ছেলে অমিত আচার্য্য বাবাকে রক্ষার জন্য এগিয়ে এলে তার পয়ে কোচ দিয়ে আঘাত করে জয়নাল হাওলাদার। পরে স্থানীয় মিলে জয়নাল হাওলাদারকে আটক করে পুলিশে সোর্পদ করে। স্থানীয় ইউপি সদস্য জয়ন্ত আচার্য্য বলেন, জয়নাল হাওলাদারের অত্যাচারে এলাবাসী অতিষ্ট। আমরা ওর অত্যাচার থেকে মুক্তি চাই। এব্যাপারে প্রশাসনের হস্তক্ষেভ কামনা করছি। ঝালকাঠি সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, জয়নাল হাওলাদারকে ৩৪ ধারায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। তার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share.

Leave A Reply