ঝালকাঠিতে আইডিইবি’র সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা

0

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠিতে কারিগরি শিক্ষাকে মর্যাদা প্রদান ও সমাজে গ্রহনযোগ্যতা বৃদ্ধির প্রায়াসে শিক্ষা মন্ত্রনালয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকে বিএসসি (পাস) সমমান মর্যাদা প্রদানের উদ্যোগ গ্রহনের প্রেক্ষিতে ডিগ্রি ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনের যুক্তিহীন বিরোধীতা ও বিদ্বেষী কর্যক্রমের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা করেছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) জেলা শাখা। বৃহস্পতিবার সকালে সংগঠনের জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ জেলা শাখার সভাপতি প্রকৌশলী মো. আবু হানিফ, সাধারণ সম্পাদক প্রকৌশলী দিলীপ হালদাল, সদস্য প্রকৌশলী মহাসিন রেজা, নাজমুল হাসান। পরে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা মন্ত্রী বরাবরে স্মারকলীপি প্রদান করা হয়।

Share.

Leave A Reply