মাহফুজ খান লি.কে ই-জিপি টেন্ডারে এক বছরের জন্য অযোগ্য ঘোষনা

0

নিজস্ব প্রতিবেদক: দক্ষিনাঞ্চলের প্রভাবশালী ঠিকাদারী প্রতিষ্ঠান মোঃ মাহফুজ খান লিমিটেডকে এক বছরের জন্য ই-জিপি পোর্টালে সকল ক্রয় কার্যক্রমে অংশগ্রহনের অযোগ্য ঘোষনা করেছে সড়ক বিভাগ।

১৩ জুন গোপালগঞ্জ সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক তাপসী দাশ স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।তবে মোঃ মাহফুজ খান লিমিটেডের পরিচালক রাফসান খান রাফি সাংবাদিকদের বললেন এটা কম্পিউটার অপারেটরের ভুলের কারনে হয়েছে। ইতিমধ্য বিষয়টি সমাধান করা হয়েছে।

তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়,সওজ গোপালগঞ্জ সড়ক সার্কেলের ৩৫.০১.৩৫০০.১৭৯.১৬.০০১.২৪-২২৮৫ স্মারক পত্রে উল্লেখ করা হয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী,সওজ, সড়ক সার্কেল, গোপালগঞ্জ কর্তৃক আহবানকৃত টেন্ডার আইডি -৮৭৮৬৬২ দরপত্রে অংশগ্রহনকারী দরপত্রদাতা মোঃ মাহফুজ খান লিমিটেড এর বিরুদ্ধে ই-জিপি পোর্টালে সকল ক্রয়কার্যক্রমে অংশগ্রহনের অযোগ্য ঘোষনা প্রসঙ্গে।প্রধান প্রকৌশলী,সড়ক ও জনপথ অধিদপ্তর,সড়ক ভবন,ঢাকার দপ্তর স্মারক ৩৫..০১.০০০০.০০১.৯৯.০০৩.২৪-১৩৬৩ তারিখ ১২ জুন ২৪ এর সৃত্রের বরাত দিয়ে পত্রে উল্লেখ করা হয় পর্যালোচনা কমিটির সুপারিশের প্রেক্ষিতে মোঃ মাহফুজ খান লিমিটেড ঠিকাদারী প্রতিষ্ঠানকে এক বছরের জন্য ই-জিপি পোর্টালে সকল ক্রয় কার্যক্রমে অংশগ্রহনের অযোগ্য ঘোষনা করার সুপারিশ পিপিআর -২০০৮ এর বিধি ১২৭ (৪)(গ) অনুযায়ী হোপ কর্তৃক অনুমোদন করা হয়।উক্ত সিদ্ধান্ত মোতাবেক এক বছরের জন্য ২৩ জুন ২০২৪ হতে ২২ জুন ২০২৫ পর্যন্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য মহাপরিচালক ,পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি বরাবর পত্র প্রেরন করা হয়েছে। এমতাবস্থায় মোঃ মাহফুজ খান লিমিটেড ঠিকাদারী প্রতিষ্ঠানকে এক বছরের জন্য ই-জিপি পোর্টালে সকল ক্রয়কার্যে অংশগ্রহনের অযোগ্য ঘোষনা করা হলো।

এই অযোগ্য ঘোষনার পত্র মোঃ মাহফুজ খান লিমিটেড, দপদপিয়া জিরো পয়েন্ট,নলছিটি,ঝালকাঠি বরাবর পাঠানো হয়। অনুলিপি দেয়া হয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের সচিব,সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী,অতিরিক্ত প্রধান প্রকৌশলী,সড়ক ভবন,অতিরিক্ত প্রধান প্রকৌশলী,গোপালগঞ্জ সড়ক জোন ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী সওজ, প্রকিউরমেন্ট সার্কেল সড়ক ভবন, তেজগাঁও, ঢাকাকে।

এ ব্যাপারে গোপালগঞ্জ সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চ:দা:)তাপসী দাশ এর মোবাইলে কল করা হলে রিসিভ করেন নি। এ ছাড়া হোয়াটএ্যাপসে যোগাযোগ করা হলেও উত্তর প্রদান করেন নি। এছাড়া গোপালগঞ্জ সড়ক সার্কেলের দায়িত্বপ্রাপ্ত তথ্য অধিকার কর্মকর্তা সাজ্জাদুল ইসলামের মোবাইলে কল ও হোয়াটএ্যাপসে যোগাযোগ করা হলেও কোন উত্তর প্রদান করেন নি।

এ ব্যাপারে মোঃ মাহফুজ খান লিমিটেডের পরিচালক রাফসান খান রাফি পত্র প্রাপ্তির কথা স্বিকার করে বলেন আমরা ১৩ জুন মেইলে পত্র পেয়েছি। কম্পিউটার অপারেটরের ভুলের কারনে এসব হয়েছে। ইতিমধ্য বিষয়টি সমাধান করা হয়েছে।

Share.

Leave A Reply