ঝালকাঠির বাপ্পি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক নির্বাচিত

0

নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠি সদর উপজেলার সন্তান রিয়াজুল হাসান বাপ্পি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছে। শনিবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বাপ্পি ঝালকাঠি সদর উপজেলার ১০ নং নথুল্লাবাদ ইউনিয়নের নৈয়ারী গ্রামের আক্তার কবিরের ছেলে। রিয়াজুল হাসান বাপ্পি জানান, ইউনিয়ন ছাত্রদলের মাধ্যমে তার রাজনৈতিক পথ চলা শুরু এবং ২০১০ সালে ঢাকার রাজনীতি তে যুক্ত হোন এবং পর্যায়ক্রমে তিতুমীর কলেজ ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বিভিন্ন আন্দোলন সংগ্রামে, গনতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্র ভুমিকা পালন কারী এই ছাত্রনেতা কোঠা আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলনসহ গনতান্ত্রিক সকল আন্দোলনে বিভিন্ন সময় সামনে থেকে নেতৃ্ত্ব দিয়েছেন। একাধিক মামলা আসামী হন এবং কারাভোগ করেছে।আলোচিত ২৮ অক্টোবর পরবর্তী ঢাকার রাজপথে এই ছাত্রনেতাকে সামনের সারিতে দেখা যায়। বাপ্পি কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি মানারাত ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এবং এমবিএ করেছেন

Share.

Leave A Reply