নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠিতে তুচ্ছ ঘটনায় আকব্বর হোসেন হাওলাদার (৫০) নামে এক কৃষকের বাম পায়ের গোরালিতে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয়েছে। এঘটনার সাথে জরিত থাকার অভিযোগে দুই ভাই ইব্রাহীম মুন্সি ও হানিফ মুন্সিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বেলা ১১ টায় এদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে মঙ্গলবার দুপুরে ঝালকাঠি সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নের আলীপুর গ্রামে ভ্যানে করে মালামার নিয়ে যাবার সময় ইব্রাহীম মুন্সির বাড়ির সামনের টিনের বেরায় আঘাত লাগে।
এতে ক্ষিপ্ত হয়ে ইব্রাহীম মুন্সি ও হানিফ মুন্সি মিলে আকব্বর হোসেন হাওলাদারকে মারধর করে বাম পায়ের গোরালিতে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে।
পরে স্থানীয়রা ইব্রাহীম মুন্সি ও হানিফ মুন্সিকে অবরুগ্ধ করে পুলিশে খবর দেয়। পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। আহত আকব্বর হোসেন হাওলাদারকে উদ্ধার করে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার্ড করা হয়।
চিকিৎসকরা জানিয়েছে, আকব্বর হোসেন হাওলাদারের বাম পায়ের গোরালিতে গুরুতর জখম হয়েছে। এঘটনায় আহত আকব্বর হোসেন হাওলাদারের ভাই জাকির হোসেন বাদি হয়ে মারধর ও গোরালীকে কোপানোর অভিযোগ এনে ইব্রাহীম মুন্সি এবং হানিফ মুন্সিকে আসামী করে ঝালকাঠি সদর থানায় মামলা করেছে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই দেবাষীশ জানান, অভিযুক্ত ইব্রাহীম মুন্সি ও হানিফ মুন্সিকে আদালতে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঝালকাঠিতে তুচ্ছ ঘটনায় কৃষককে কুপিয়ে জখম করার অভিযোগে গ্রেফতার দুই
0
Share.