নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠিতে শ্রেষ্ঠ ডিআইও অফিসার হয়েছেন এসআই জাহিদুল ইসলাম। গত মে মাসের পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার আফরুজুল হক টুটুল এ ঘোষণা দেন। জেলায় শ্রেষ্ঠ অফিসার হওয়ায় পুলিশ সুপার তাকে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন।
জাহিদুল ইসলাম সুনামের সঙ্গে ঝালকাঠিতে কাজ করে আসছেন। তিনি ঝালকাঠি পুলিশের বিশেষ শাখায় কর্মরত আছেন।
সভায় পুলিশ সুপার আফরুজুল হক টুটুল সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাৎক্ষনিক সমাধান করেন। অফিসার ফোর্সদের উদ্দেশ্যে সার্ভিসরুলস মেনে শৃঙ্খলা বজায় রাখা, মেসে উন্নত খাবার পরিবেশন, ড্রেসরুলস মেনে পোশাক পরিধান করা, ছুটি ও টিএ বিলে ন্যায্যতা রাখা, স্বাস্থ্য সচেতনতা, ব্যক্তিগত ও আবাসস্থলের পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন পুলিশ সুপার।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার সাঈদ, শেখ ইমরান, মহিতুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানাসহ ঝালকাঠি জেলা পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
ঝালকাঠির জেলার শ্রেষ্ঠ ডিআইও অফিসার হলেন এসআই জাহিদুল ইসলাম
0
Share.