বিশেষ প্রতিবেদক: ঝালকাঠিবাসীর প্রত্যাশার প্রতিক দৈনিক গাউছিয়া’র চতুর্থ বর্ষে পদার্পন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার বিকেলে ঝালকাঠি প্রেসক্লাবের হলরুমে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এতে প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম বলেন, পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালনই সাংবাদিকদের সাথে স্বাক্ষাতের বিশাল সুযোগ। এসুযোগটাই আমরা উপভোগ করি। চাকুরীর প্রয়োজনে বদলী প্রক্রিয়াটাই স্বাভাবিক। একসময় বদলী হয়ে চলে যাবো। তখন আপনাদের সাথের স্মৃতিগুলোই সম্পদ হবে। সাংবাদিক-জেলা প্রশাসন একে অপরের সহযোগী ও পরিপুরক। আমরা সবসময় সঠিক ঘটনাই জানতে চাই। প্রকাশক অলোক সাহা অল্প বয়সে যা করেছেন তাতে তাকে স্বাগত জানাই। যা আমার জন্য অনেক ভালোলাগা। এভালো লাগা অব্যাহত রেখেই ঝালকাঠির কর্মকাল সম্পাদন করতে চাই। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে ইতমধ্যে পাঠকের হৃদয়ে স্থান করে নিয়েছে দৈনিক গাউছিয়া। বিশেষ অতিথির বক্তৃতায় পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বলেন, গাউছিয়ার কর্তৃপক্ষ একধরনের সফল। প্রতিরাতে পত্রিকার প্রধান শিরোনাম পড়ি। বিভিন্ন তথ্য খুজে পাই। সাংবাদিকদের বন্ধুও সবাই এবং শত্রুও সবাই। দেশ ও সমাজের জন্য ক্ষতিকারকরাই সাংবাদিকদের শত্রু। সাংবাদিকতা চ্যালেঞ্জিং কাজ। সমাজের সঠিক তথ্য তুলে ধরলেই শত্রু সৃষ্টি হয়। বিপদে পুলিশ এবং সাংবাদিকদেরই মানুষ খোজে। আবার গালিতেও এদের প্রথম স্থানে রাখে। লেখার মান বৈশিষ্ট্য অন্যান্যের তুলনায় অনেক উন্নত। গাউছিয়া পত্রিকার তার নিজস্ব গতিতে এগিয়ে যাচ্ছে। এজন্য পত্রিকার প্রকাশককে অনেক চড়াই-উৎড়াই পেরিয়ে আগাতে হচ্ছে। আমরাও তার সফলতা কামনা করি। বিশেষ অতিথির বক্তৃতায় জেলা পরিষদ চেয়ারম্যান খান সাইফুল্লাহ পনির বলেন, স্থানীয় পত্রিকা সাংবাদিক গড়ার কারিগর। তিন বছরে গাউছিয়ার কলেবর অনেক বৃদ্ধি পেয়েছে। আগামীতে এই পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন তিনি। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, বিশিষ্ট চিকিতসক প্রফেসর ডা. অসীম কুমার সাহা, প্রথিতযশা আইনজীবী মল্লিক মুহাম্মদ নাসির উদ্দিন কবীর, প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান, সাধারন সম্পাদক এডভোকেট আক্কাস সিকদার, নারী নেত্রী ও সাবেক ভাইসচেয়ারম্যান ইসরাত জাহান সোনালী। পত্রিকার প্রকাশক অলোক সাহার সঞ্চালনায় ভারপ্রাপ্ত সম্পাদক বীরমুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্তের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তৃতা করেন বার্তা সম্পাদক মিলন কান্তি দাস। অনুষ্ঠানে ঝালকাঠি চেম্বার অফ কমার্সের সহ-সভাপতি ফেরদৌস আহম্মেদ টিটু, পরিচালক জয়ন্ত কুমার সাহা, সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম, ঝালকাঠি প্রেস ক্লাবের সহ-সভাপতি আল-আমিন তালুকদার, টেলিভশন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল সহ সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে পাঠকের হৃদয়ে স্থান করে নিয়েছে দৈনিক গাউছিয়া : জেলা প্রশাসক
0
Share.