ঝালকাঠিতে দোকান ভাংচুর করে মালামাল লুটের অভিযোগ

0

নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠি শহরের জেলেপাড়া এলাকার শ্মশানঘাট সড়কে মোফাজ্জেল আকন নামে এক ব্যক্তির মালিকানাধীন টিনসেট দোকান ভাংচুর করে মালামাল লুটে নেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়াগেছে। এসময় দোকানে সাটার কেটে ও তালা ভেঙ্গ ভিতরে থাকা ওয়াকশপের মালামাল, মেশিন, গ্যাস সিলিন্ডার, রট ও গ্রিল নিয়ে যায়। মারধর করে প্রাণনাশের হুমকী ও চাদা দাবি করা হয়। আওয়ামী লীগ সরকার পতনের পরে গত ০৫ আগষ্ট বিকাল ৪ টার দিকে এঘটনা ঘটে। দোকান ঘরের মালিক মোফাজ্জেল আকন অভিযোগ করে জানান, তার ভাইয়ের ছেলে সাব্বির , তাওহীন ও রাকিব মিলে রট, জিআই পাইপ, চাপাটি নিয়ে এসে অর্তকিত ভাবে দোকানে হামলা চালায়। তার স্ত্রী রেখা বেগম স্বামী ও দোকান রক্ষার জন্য এগিয়ে আসলে তাকেও ইট নিক্ষেভ করা হয়। দোকানের ভাড়াটিয়া শুভকে হুমকী দেয়। এতে প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। মোফাজ্জেল আকনের দাবি হামলাকারিরা নিজেদের ওয়ারিস দাবি করে অথচ অনেক আগে ৬ ভাইয়ের মধ্যে ৬ টি স্টল বন্টন করে দেওয়া হয়। নিয়ম অনুযায়ে যার একটির মালিক মোফাজ্জেল আকন। তবে অভিযুক্তদের সাথে আকাধিকবার যোগাযোগ করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায় নি।

Share.

Leave A Reply